Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Amar Aguner Chhai Lyrics | আমার আগুনের ছাই | Raj Barman Lyrics - Raj Barman

Collection Raj Barman

Amar Aguner Chhai Lyrics | আমার আগুনের ছাই | Raj Barman Lyrics

 LyricsForest   335


Amar Aguner Chhai Lyrics | আমার আগুনের ছাই | Raj Barman lyrics (Primary language)

আমার আগুনের ছাই জমে জমে,

কত পাহাড় হয়ে যায়।

আমার ফাগুনেরা দিন গোনে গোনে,

আর উধাও হয়ে যায়।

 

যত পথের বাধা, সবইতো কালো সাদা,

কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।

চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,

কবে রে আসবে সে রোদেলা দিন।

 

তরই তো কাছে চাই পুরোনো কথা টাই,

শুনতে আবার করে ও..

এমনও যদি হয়, মনেরা নদী হয়,

ভাসাবো অনেক দূরে..

যত পথের বাধা, সবইতো কালো সাদা,

কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।

চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,

কবে রে আসবে সে রোদেলা দিন।

 

ফেরাবো তোকে আর চেনাবো তোকেই,

পৃথিবী নতুন করে।

মেলাবো তোকে আজ আমার রঙেতেই,

বসাবো নতুন সুরে।

 

যত পথের বাধা, সবইতো কালো সাদা,

কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।

চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,

কবে রে আসবে সে রোদেলা দিন।

Amar Aguner Chhai Lyrics | আমার আগুনের ছাই | Raj Barman lyrics in English